গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি সদস্যকে খুন করলো দুর্বৃত্তরা
আলমগীর কবীর :
শুক্রবার ১২নভেম্বর ২০২১ইং গাইবান্ধা সদর উজেলার ১নং লক্ষীপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার ও লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ মাস্টারকে খুন করেছে দুর্বৃত্তরা । এলাকাবাসী জানায়,রউফ মাষ্টার একজন ভাল মানুষ,শিক্ষক হিসেবেও তার যথেষ্ঠ খ্যাতি রয়েছে ।তার বিরুদ্ধে তেমন কোন বদনামও নেই পুরো ইউনিয়ন জুড়ে ।
নিহত রউফ মেম্বারের স্বজনরা জানান,বৃহস্পতিবার নির্বাচনে জয়লাভ করার পর শুক্রবার (১২ নভেম্বর)২০২১ইং ওয়ার্ডের ভোটারদের সঙ্গে ধন্যবাদ জানাতে সৌজন্য সাক্ষাৎ করতে যান তিনি ।ভোটারদের সঙ্গে কুশল বিনিময় শেষে রাত আনুমানিক ১০টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি।বাড়ি ফেরার পথে একটি ব্রীজের পাশে ওৎ পেতে থাকা আরিফ নামের এক যুবক হঠাৎ করে তার ওপরে অতর্কিতে হামলা চালায়। মোটরসাইকেল থামিয়ে রউফ মাস্টারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ।তার চিৎকারে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে এসে দেখতে পায় রউফ মাষ্টারের নিথরদেহ পড়ে আছে মাটিতে । এহেন পরিস্থিতিতে তড়িঘড়ি করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রউফ মাষ্টারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অত্র ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে ।প্রিয় শিক্ষকের অকাল মৃত্যু মেনে নিতে পাচ্ছে না এলাকার সাধারণ মানুষসহ ছাত্র,শিক্ষকরা ।
অপরদিকে এলাকাবাসী আরও জানায়,বিক্ষুব্ধ হয়ে কিছুলোক রাতের অন্ধকারে কে বা কারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত আরিফের বসত বাড়িতে আগুন ধরিয়ে দেয় । তবে আগুন লাগার ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি ।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান জানান,ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে গ্রেপ্তারের তৎপরতা চালাচ্ছে পুলিশ ।